চারুকলায় ভর্তিতে ব্যাবহারিক চায় ইবি শিক্ষার্থীরা

চারুকলায় ভর্তিতে ব্যাবহারিক চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার এ দাবিতে মানববন্ধন করে তারা।

বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও প্রশাসন ভবনের সামনে চারুকলা বিভাগে ভর্তি পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা ব্যবহারিক ছাড়া চারুকলা যেন তুলি ছাড়া চিত্রকলা,শিল্পের সাথে ছলচাতুরি নয়, ব্যবহারিক ছাড়া চারুকলায় ভর্তি নয় ও বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা নেয়ার দাবি জানায়।মানববন্ধন শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় বলে জানা যায়।

উল্লেখ্য, প্রথমবারের মতো ইবিতে চারুকলা বিভাগ চালু করা হয়েছে। প্রথম ব্যাচে ৩০ জন শিক্ষার্থী এ বিভাগে পড়ার সুযোগ পাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও নির্দেশিকাতে এই বিভাগে ভর্তির জন্য আলাদা ব্যবহারিক পরীক্ষা রাখা হয়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর