বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত কারাগারে

বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।(সোমবার ১৬ সেপ্টেম্বর)যশোর জেলা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

যশোর শহরের মার্কেটাইল ব্যাংকের সামনে নাশকতার পরিকল্পনার অভিযোগে অমিতের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ।এ জন্য তিনিসহ রফিকুল ইসলাম মুল্লুক চান ও মশিউর রহমান ওরফে মাসুম নামে আরো দুইজন জামিনের জন্য আবেদন করেন।তবে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ দিকে বিকেলে যশোর জেলা বিএনপি অমিতের মুক্তির দাবিতে সমাবেশ করেছে।বিকেলে শহরের লাল দিঘি পাড়স্থ দলীয় কার্যলয়ের সামনে এ সমাবেশ করে।সমাবেশ থেকে অমিতসহ আটক নেতাদের মুক্তির দাবি করা হয়।সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডঃসৈয়দ সাবেরুল হক সাবু,মিজানুর রহমান খান,নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আযম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,ছাত্রদলের সভাপতি রাজিবুর রহমান সাগর প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর