নীলফামারীতে দিন দিন বেড়েই চলছে ভাইরাস জ্বর

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রকট দিন দিন বেড়েই চলেছে। পরিবারের একজন সদস্যের জ্বরে আক্রান্ত হলে সে পরিবারের সবাই আক্রান্ত হয়।

চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে এই ভাইরাস জ্বর হচ্ছে। চিলাহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ মোঃ সোহেল রানা বলেন প্রতিদিন তার স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২০০ জনেরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ভাইরাস জ্বরের রোগীর সংখ্যা বেশি। সরকারী ভাবে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রে যে সমস্ত রোগের ঔষুধ দেওয়া হয়, রোগী হিসাবে এখানে আরো ঔষুধের প্রয়োজন। এখানে নিম্ন আয়ের পরিবারগুলোর সদস্যরাই চিকিৎসা সেবা বেশি নিতে আসেন বলেও তিনি জানান।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর