শিশু সিমানের চোখ উপড়ে দিল ঘাতক প্রভাত

তুচ্ছ ঘটনায় নড়াইলে অমানবিক নির্যাতন করে এক স্কুলছাত্রের চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী বিরুদ্ধে।এ ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে এ ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীর নাম সিমান বিশ্বাস(১০)।সে সিমান কোড়গ্রামের টুটুল বিশ্বাসের ছেলে।

অভিযুক্ত প্রভাত সরকার সাতঘরিয়া গ্রামের পরিমলের ছেলে। তিনি নড়াইলের দোভোগ বাজারে স্বর্ণের ব্যবসা করেন।

সিমানের পরিবারের অভিযোগ, সিয়ামের বাড়ির সামনের রাস্তায় জ্বালানি পাটকড়ি শুকাতে দেয়া ছিল। রোববার সন্ধ্যা ৭টার দিকে পাটকড়ি তুলছিল সে। এ সময় প্রতিবেশী একই গ্রামের প্রভাত সরকার এসে রাস্তা ময়লা করছিস বলে বাঁশ দিয়ে বেধড়ক মারপিট শুরু করে।

একপর্যায়ে চোখের ভেতর বাঁশের মাথা দিয়ে চাপ মারলে চোখ উপড়ে যায় শিশুটির। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওযায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন জানান, ঘটনা আমি শুনেছি, মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর