ঝিনাইদহে মিমপেক্স এগ্রো ফার্মাসিউটিক্যালস্ এর বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি

ঝিনাইদহে বিসিক শিল্প নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কেমিক্যাল ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে আবাদি জমির ফসল। ভুক্তভোগী জমির মালিক ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমান জানান, বিসিক শিল্প নগরীর দক্ষিণ পার্শ্বে ধানহাড়িয়া চুয়াডাঙা মৌজায় ৩৭ শতক ফসলি জমি রয়েছে তার। দীর্ঘ ৫/৬ বছর ধরে বিসিকে অবস্থিত মিমপেক্স এগ্রো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ধোয়া ময়লা কেমিক্যাল ও বর্জ্য নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তার ফসলি জমির উপর দিয়ে তা নিষ্কাশন করা হচ্ছে। এতে করে জমি উর্বরতা হারিয়ে ফসল নষ্ট হচ্ছে পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটছে। ফলে তিনি আর্থিকভাবে মারত্মক ক্ষতি গ্রস্থ হচ্ছেন। বিষয়টি মিমপেক্স কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা কোন কর্নপাত করেনি। তিনি এ সমস্যা সমাধানে ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর সভাপতি ও জেলা প্রশাসক এবং জলবায়ু অধিদপ্তরের উর্দ্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর