‘এটিই হয়তো শেষ কথা, দেখতে মন চাইলে ছবি-টবি দেখো’

পরিবারের সবার মুখে হাসি ফোটানর জন্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সাগরের পানিতে ডুবে নিহত হয় ফরিদপুরের দুই যুবক।উপার্জনক্ষম দুই ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর স্বজনরা। রোববার (১৫ সেপ্টেম্বর) তাদের মৃতদেহ ফরিদপুরে এসে পৌঁছলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহত দুই যুবক হলো- ফরিদপুরের সদর উপজেলার ডোমরাকান্দি গ্রামের বেলাল মোল্যার ছেলে সায়েম মোল্যা (১৭) ও সালথার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের আব্দুল আলিমের পুত্র সেলিম মিয়া (৩০)।

নিহতদের মধ্যে ফরিদপুরের এই দু’জন ছাড়াও সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে সানি (২১) নামে আরেক যুবক রয়েছেন যার মৃত্যুও একই সাথে হয়েছে বলে জানা গেছে। তবে সানির লাশ এখনো ফরিদপুরে এসে পৌঁছেনি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৮০ হাজার টাকা বেতনে কাজ দেয়ার প্রলোভনে তাদেরকে ইতালি নেয়ার কথা ছিলো। গত ১০ মে তারা বাংলাদেশ হতে প্রথমে লিবিয়া যায়। এরপর লিবিয়া হতে প্রথমে একটি ট্রলারযোগে ও পরে একটি ছোট নৌকায় করে ইতালি যাচ্ছিলো তারা। সাত লাখ টাকা চুক্তিতে ফরিদপুরের ডোমরাকান্দির ইতালি প্রবাসী জনৈক মফিজুর রহমানের মাধ্যমে তারা এই চাকরির সন্ধান পান বলে জানান।

নিহত সায়েমের বোন সুমাইয়া (২১) জানান, গত ৩ জুন তার ভাইয়ের সাথে শেষ কথা হয়। একটি নৌকায় করে তারা সাগর পাড়ি দিয়ে ইতালি রওনা হয়েছিলো। ভূমধ্যসাগরে নৌকা থেকে মোবাইলে সায়েম জানিয়েছিলো ‘আমাদের নৌকা ফুটো করে দিয়েছে। এটিই হয়তো শেষ কথা। আমাদের দেখতে মন চাইলে ছবি-টবি দেখো।’

একথা বলেই কান্নায় ভেঙে পরেন তার বোন। এটিই ছিলো শেষ কথা। এরপর থেকে আর যোগাযোগ হয়নি সায়েমের সাথে।

পরে বিদেশে থাকা অন্যদের নিকট থেকে ভাইয়ের মৃত্যুর সংবাদ পান তারা।

নিহত সায়েমের পিতা বিল্লাল মোল্লা জানান, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের খোঁজ নিযে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। পরে মন্ত্রণালয়ের মাধ্যমেই দুই জনের লাশ ফেরত আনা হয় দেশে।

লাশের সাথে আগতদের বরাত দিয়ে তিনি আরো জানান, আগামী সপ্তাহের মধ্যে সানির লাশ দেশে আসতে পারে। এদিকে সানির বাবা মফিজ মাতুব্বর দ্রুত তার সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবী জনিয়েছেন।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর