লিটনের উইকেট হারিয়ে শুরুর ধাক্কা খেলো বাংলাদেশ

১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন দুই ব্যাটসম্যান মুশফিক এবং লিটন। ইনিংসের ২য় বলে ০ রান করে আউট হন লিটন।

এর আগে খেলার শুরুতে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন সাইফুদ্দিন। সাইফুদ্দিনের পর আঘাত আনেন সাকিব। দলীয় ১০ রানের মাথায় ব্যাক্তিগত ১ রান নিয়ে সাকিবের বলে আউট হন হাজরাতুল্লা জাজাই। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান ।

তারপর মাঠে আসেন আসগার আফগান। নাজিব তারাকাইকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আসগার আফগান। কিন্তু আসগার আফগানকে বেশিক্ষন সঙ্গ দিতে পারেন নাই নাজিব তারকাই। দলীয় ১৯ রানের মাথায় ব্যাক্তিগত ১৩ রান নিয়ে সাইফুদ্দিনের বলে আউট হন নাজিব তারাকাই।

নাজিব তারাকাইয়ের বিদায়ের পর মাঠে আসেন বিদ্ধ্বংসি ব্যাটসম্যান নাজিবুল্লা জাদরান। যদিও নাজিবুল্লাকে বিদ্ধ্বংসী হতে দেন নাই সাকিব। দলীয় ৪০ রানের মাথায় ব্যাক্তিগত ৫ রান নিয়ে সাকিবের বলে আউট হন নাজিবুল্লা জাদরান। যার ফলে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে রাশিদ বাহিনী ।

তারপর মাঠে আসেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আসগার আফগানকে সাথে নিয়ে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আফগানদের ইনিংস। কিন্তু এই দুজনেকে আর শেষ পর্যন্ত মাঠে থাকতে দেননি সাইফুদ্দিন। দলীয় ১১৯ রানের মাথায় ব্যাক্তিগত ৪০ রান নিয়ে সাইফুদ্দিনের বলে আউট হন আসগার আফগান। এই দুজনে মিলে করেন ৭৯ রান। একই ওভারে ০ রানে আউট হন গুলবাদিন নাঈম।

সৌম্ম ১৮তম ওভারে এসে দেন ২২ রান! যার ফলে আফগানিস্তান বড় সংগ্রহ করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে আফগানিস্তান সংগ্রহ করে ১৬৪ রান। ৮৪ রান করে অপরাজিত থাকেন নবি। বাংলাদেশের পক্ষে সাকিব নেন ২ উইকেট, সাইফুদ্দিন নেন ৪ উইকেট।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর