আবারো সাইফুদ্দিনের জোড়া আঘাত, ম্যাচে ফিরলো বাংলাদেশ

ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন সাইফুদ্দিন। সাইফুদ্দিনের পর আঘাত আনেন সাকিব। দলীয় ১০ রানের মাথায় ব্যাক্তিগত ১ রান নিয়ে সাকিবের বলে আউট হন হাজরাতুল্লা জাজাই। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান ।

তারপর মাঠে আসেন আসগার আফগান। নাজিব তারাকাইকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আসগার আফগান। কিন্তু আসগার আফগানকে বেশিক্ষন সঙ্গ দিতে পারেন নাই নাজিব তারকাই। দলীয় ১৯ রানের মাথায় ব্যাক্তিগত ১৩ রান নিয়ে সাইফুদ্দিনের বলে আউট হন নাজিব তারাকাই।

নাজিব তারাকাইয়ের বিদায়ের পর মাঠে আসেন বিদ্ধ্বংসি ব্যাটসম্যান নাজিবুল্লা জাদরান। যদিও নাজিবুল্লাকে বিদ্ধ্বংসী হতে দেন নাই সাকিব। দলীয় ৪০ রানের মাথায় ব্যাক্তিগত ৫ রান নিয়ে সাকিবের বলে আউট হন নাজিবুল্লা জাদরান। যার ফলে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে রাশিদ বাহিনী ।

তারপর মাঠে আসেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আসগার আফগানকে সাথে নিয়ে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আফগানদের ইনিংস। কিন্তু এই দুজনেকে আর শেষ পর্যন্ত মাঠে থাকতে দেননি সাইফুদ্দিন। দলীয় ১১৯ রানের মাথায় ব্যাক্তিগত ৪০ রান নিয়ে সাইফুদ্দিনের বলে আউট হন আসগার আফগান। এই দুজনে মিলে করেন ৭৯ রান। একই ওভারে ০ রানে আউট হন গুলবাদিন নাঈম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৭ ওভারে ৬ উইকেটে ১২২ রান। সাইফুদ্দিন ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট, সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট ।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে দুই দলই। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২৮ রানে।

রানরেটে এগিয়ে থাকায় তিন দলের মধ্যে পয়েন্ট তালিকার এক নাম্বারে আছে আফগানিস্তান। বাংলাদেশ দুই আর জিম্বাবুয়ে তিন। এই ম্যাচে তাই এগিয়ে যাওয়ার লড়াই বাংলাদেশ-আফগানিস্তানের।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর