কুষ্টিয়ায় গড়াই সেতু নির্মান কাজের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘ প্রতিক্ষিত গড়াই নদীর ওপর কুমারখালী – যদুবয়রা সংযোগ সেতুর নির্মাণ কাজ আজ (১৫ সেপ্টেম্বর) উদ্বোধন হলো ।

গড়াই নদীর ওপর কুমারখালী-যদুবয়রা সংযোগ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে সমাবেশে কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম জর্জের আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

সভাপতির বক্তব্য দেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান অরুন।গড়াই নদীর ওপর নির্মিত কুমারখালী-যদুবয়রা সংযোগ সেতুর নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ করছে।

৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা ব্যায়ে ৬৫০ মিটার দৈঘ্য পিসি গার্ডার সেতুটি ওয়াকওয়েসহ ৯ দশমিক ৮০ মিটার চওড়া করা হবে। এ ছাড়াও সেতুটির দুই পাড়ে মোট ৮০০ মিটার দৈঘ্য এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে।

নেশনটেক কমিউনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স যৌথভাবে সেতুটির নির্মাণ কাজ করছে। ২০১৯ সালের ১৭ এপ্রিল কাজের ওয়ার্ক অর্ডার পেয়ে ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান টেস্ট পাইলিংয়ের কাজ শুরু করেছে।২১ সালের ২৫ অক্টোবর সেতুটির নির্মাণ কাজ সমাপ্তির কথা রয়েছে।গড়াই নদীতে সেতুটি নির্মাণ হলে কুমারখালী উপজেলার সাথে ঝিনাইদহ মাগুরার দূরত্ব কমেবে এবং গড়াই নদীতে বিভক্ত কুমারখালীর পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ কমবে বলে এলাকাবাসী মনে করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর