শোভন-রাব্বানীর পদত্যাগের পরেই উধাও ব্যানার-ফেস্টুন!

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন তারা।

বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এদিকে পদ হারানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় শোভন-রাব্বানী এখন ‘ধুত্তরি ছাই’! উধাও হয়ে যায় তাদের সকল ব্যানার-ফেস্টুন।
প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখ সিলেট সফরে যান রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তখন তাকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখেনি স্থানীয় নেতাকর্মীরা। শোভনের আগমনে ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে যায় নগরের প্রত্যেক মোড়। কিন্তু পদ হারানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় সিলেট নগরী থেকে ওইসব ব্যানার-ফেস্টুন উধাও হয়ে যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তুলোধুনোও করছেন শোভন-রাব্বানীকে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর