রাব্বানীকে গ্রেপ্তার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ডাকসু ভবনের সামনে তারা এই বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা। এ সময় তারা অনতিবিলম্বে চাঁদাবাজ হিসাবে অভিযুক্ত ডাকসু জিএসের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ডাকসু নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে তখন আমাদের স্পষ্ট অভিযোগ ছিল এ নির্বাচন আসলে জালিয়াতির নির্বাচন হয়েছে। বিশেষ করে মেয়েদের হলে বেশি কারচুপি হয়েছে। আমরা পুননির্বাচনের দাবি জানিয়েছিলাম। প্রশাসন কোন ধরনের কর্ণপাত না করে তাদের নিয়ে চলছিলেন। মাঝপথে কি হলো আমরা তো দেখলাম।

আমাদের দাবি অনতিবিলম্বে এই চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত ডাকসুর জিএসের পদত্যাগ দাবি করছি। যিনি দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরকম একজন ডাকসু জিএস কে আমরা চাইনা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর