শোভন-রাব্বানীকে নিয়ে আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপাক ড. আসিফ নজরুল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নিজের ফেসবুক পেজে তিনি এই মন্ত্রব্য করেন।

পাঠকদের সুবিধার্থে তার সেই স্ট্যাটাসটি হুহহু তুলে ধরা হলো-

‘চাঁদাবাজি আর অবাধ্যতার কারণে ছাত্রলীগের সভাপতি আর সাধারণ সম্পাদককে সরানো হয়েছে এটা অনেকে বিশ্বাস করবে না। কারণ এমন অভিযোগ আগের অনেক নেতার বিরুদ্ধে ছিল, এখনও আছে। তাদের সরানো হয়েছে হয়তো অন্য কোন গুরুতর কারণে।

তবে যদি চাঁদাবাজি বা অন্য কোন প্রকাশিত অপকর্মর জন্যও তাদের সরানো হয়, তাতে উল্লসিত হওয়ার কিছু নেই। কারণ তারা সমস্যা ছিলেন না, ছিলেন সমস্যার লক্ষণ।

নতুন নেতৃত্ব আসার পর ছাত্রলীগের আচরণেও তাই কোন পরিবর্তন আসবে বলে মনে হয় না। সবই চলবে, তবে একটু রেখে ডেকে হয়তো। কারণ ছাত্রলীগকে দিয়ে অপকর্ম করানো বা এসবের সুবিধাভোগীরা তো রয়েই গেছেন বহাল তবিয়তে।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর