মৃত ঘোষণা করলেন ডাক্তার, বাঁচানোর চেষ্টায় উঠেপড়ে লেগেছেন ওঝারা!

পটুয়াখালীতে লতিফ ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে বিষধর সাপে কামড় দেয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ডাক্তার মৃত ঘোষণা করলেও ওই ব্যক্তিকে বাঁচাতে উঠেপড়ে লেগেছে ওঝারা!

শনিবার রাত ১টার দিকে শহরের পশ্চিম কালিকাপুর ১নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানান, লতিফ ফকির তার বাসায় ছোট-বড় বিভিন্ন ধরনের সাপ পালতেন। রাতে সেগুলোকে খাবার খাওয়ানো সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, রোববার সকাল থেকেই লতিফ ফকিরকে বাঁচাতে ওঝারা চেষ্টা করছেন। যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর