‘সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না’

সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি নয়া কমিশনার শফিকুল ইসলাম।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সাধারন মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। পাশাপাশি পুলিশের সকল কর্মকান্ড কঠোরভাবে পর্যবেক্ষন করা হবে। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায় সেই লক্ষ্যে পুলিশি সেবা উন্নত করা হবেও বলে জানান ডিএমপি কমিশনার।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উপ-কমিশনারসহ সকলকে মাঠে থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর