ট্রলার ডুবে প্রাণ গেল মা-ছেলেসহ তিনজনের

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাঝনদীতে ট্রলার ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।এই ঘটনায় আরও একজন অসুস্থ হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা উত্তরপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন, তার সাত বছর বয়সী শিশুসন্তান ইয়াসিন এবং আছিয়া খাতুন নামে এক নারী।

ইটনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব বলেন, যাত্রী ও মালামালবোঝাই করে ইঞ্জিনচালিত একটি ট্রলার তাড়াইল থেকে ইটনা উপজেলার রায়টুটি যাচ্ছিল। বিকাল চারটার দিকে ট্রলারটি শিমলা বর্শিকুড়া এলাকায় সিনাই নদীতে পৌঁছার পর ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে যায় চারজন। পরে আশপাশের লোকজন তিনজনের লাশ উদ্ধার করে।

আহত জায়েদাকে আশঙ্কাজনক অবস্থায় ইটনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া করনসী গ্রামের বদরুল আলমের স্ত্রী।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর