পুলিশের অত্যাচারে ভিটেমাটি ছাড়া মহিলার সংবাদ সম্মেলন

বগুড়া শহরে দুই বছর আগে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেও পুলিশ তাকে হয়রানী এবং অর্থসহ অন্যায় দাবী করছে বলে অভিযোগ করেছেন পুরান বগুড়ার রাশিদা বেগম (মনু) নামের এক নারী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি অভাব ও অসচেতনতার কারণে এক সময় মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলাম। কিন্তু আমি আমার দুই সন্তারের কথা চিন্তা করে স্বাভাবিক ও কলংকমুক্ত জীবন যাপন করতে চাই। তাই গত দুই বছর আগে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি।

কিন্তু বিভিন্ন সময় রাতে দিনে পুলিশ বাসায় গিয়ে আমাকে হয়রানী ও অর্থ দাবীসহ বিভিন্ন অন্যায় দাবী করে। বর্তমানে আমি পুলিশের অত্যাচারে ভিটাবাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছি।

তিনি বলেন, পুলিশের এ ধরনের হয়রানী, নিপীড়ন আইন পরিপন্থী। তাই আমি আমার বাসায় সন্তান ও শাশুড়ি নিয়ে বসবাসের সুযোগ চাই।

এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর