আবারও বিদ্যুৎ বিভ্রাটে ভেনেজুয়েলা; সংকটের প্রতিবাদে রাস্তায় বিরাধীরা!

আবারও বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েল ভেনেজুয়েলা। ঘটনায় রাজধানী কারাকাস-সহ বেশ কয়েকটি বড় শহর অন্ধকারে ডুবে গিয়েছে। গত ৭ মার্চ থেকে তৃতীয় বার বড়সড় বিদ্যুৎ সংকটের মুখে পড়ল মধ্য আমেরিকার এই দেশ।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ভেনেজুয়েলার বেশ কিছু অংশ। কারাকাসের পাশাপাশি মারাকাইভ, ব্যালেন্সিয়া, মারাকাই ও ছ্যান ক্রিস্তবাল শহরেও বিদ্যুৎ চলে যায়। এর ফলে হাসপাতালের মতো জরুরি সেবাকেন্দ্রগুলিতে অসহনীয় দুর্ভোগ দেখা দেয়। থমকে গণপরিবহণ পরিষেবা। পানীয় জল নিয়েও তীব্র সংকট তৈরি হয়।

উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ ভেনেজুয়েলার ২৪টি প্রদেশের মধ্যে ২৩টিতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় জেনারেটারের সাহায্যে কিছু এলাকায় বিকল্প বিদ্যুতের ব্যবস্থা থাকলেও রাজধানী কারাকাস পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক দিন লেগে যায়।

লাগাতার বিদ্যুৎ সংকটের প্রতিবাদে সমর্থকদের শনিবার রাস্তায় নামার ডাক দিয়েছেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। অন্য দিকে, এই সমস্যা সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর