ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে পৌরসভার আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, একটি সামাজিক কবরস্থান নিয়ে শ্রীরামপুর গ্রামের হারুন অর রশিদের পক্ষের লোকজনের সাথে বুড়াইচ সর্দার পাড়ার কামরুজ্জামান কদরের পক্ষের লোকজনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন হারুন অর রশিদের পক্ষের লোকজন ওই কবরস্থানের কয়েকটি গাছ কাটতে গেলে এতে কামরুজ্জামান কদরের লোকজনের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। কথার এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়েছে। আহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের সরোয়ার মিয়া,সাহাজাহান মিয়া,মোশাররফ খান,লিয়াকত হোসেন,সজিব এবং বুড়াইচ সর্দার পাড়ার হামজা ও মিরাজ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে শ্রীরামপুর গ্রামের হারুন অর রশিদ বার্তা বাজারকে জানান, ‘কবরস্থান সংস্কারের উদ্দেশ্যে আমাদের লোকজন কয়েকটি গাছ কাটতে গেলে এতে বুড়াইচ সর্দার পাড়ার লোকজন বাঁধা দেয় এবং আমাদের লোকজনের ওপর হামলা চালায়।’

বুড়াইচ সর্দার পাড়া গ্রামের কামরুজ্জামান কদর বার্তা বাজারকে জানান, ‘ওই কবরস্থানটি আমাদের এলাকার লোকজনেরও। কিন্তু শ্রীরামপুরের লোকজন আমাদের না জানিয়ে কবরস্থানের গাছ কাটতে আসে।এতে আমরা বিষয়টি শুনতে গেলে তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়।’

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বার্তা বাজারকে জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিবাদমান পক্ষের কারও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর