ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে মশা নিধন সরঞ্জাম বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ১৫টি উপজেলায় মশা নিধন সরঞ্জাম বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিকট মশা নিধন সরঞ্জাম তুলে দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। দেশের বৃহত্তম পরিবহন গ্রুপ ও শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের সহায়তায় এসব মশক নিধন সরঞ্জাম বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ পরিচ্ছন্নতা। আর পরিবেশ পরিচ্ছন্নতা ঠিক রাখতে জনসচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ইতিমধ্যেই নানান উদ্যোগ গ্রহন করেছে।

মশা নিধন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, স্থানীয় সরকারের উপ পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন সহ প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর