ইছামতীর তীরে সাধু সঙ্গের লালন সংগীতের প্রস্তুতিমূলক আসর

গুরু দোহাই তোমার মনকে আমার লওগো সুপথে, এ বানিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের টেকেরহাটে ইছামতীর নদীর তীরে লালনসংগীতের আসর বসে।

গত বৃহস্পতিবার শরতের বিকেল গানের আসর শুরু হয়। রাত পর্যন্ত এ গানের এ আসর চলে। সাধু সঙ্গের ১৫ তম লালনসংগীতের আসরের প্রস্তুতি উপলক্ষে এ আসর হয়।

ইছামতীর তীরে লালন সাঁই পদ্মহেম ধামে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা উপস্থিত হন। আসরে দেশের বিভিন্ন এলাকার লালন সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সাধুসঙ্গের গান পরিবেশন করেন আরিফ বাউল, লিপু অসিম, আসিফ, তকবির হোসেন ও পদ্মাদামের প্রতিষ্ঠাতা কবির হোসেন।
এ দিনে পদ্মহেম ধামে উপস্থিত হয়ে সাংগীত আসরের উদ্বোধন করেন উপজেলা নিবর্বাহি কর্মকর্তা আশফিকুন নাহার । অনুষ্ঠানে পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনে সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদসহ আরো অনেকে।

কবির হোসেন বলেন, খুব শিঘ্রই ইছামতীর তীরে লালনসংগীতের ১৫তম আসর হবে। এর আগে ১৪ বছর ধরে এখানে লালনসংগীত ও সাধুসঙ্গের আসর বসছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর