বেগমগঞ্জ চৌমুহনী আওয়ামীলীগ কর্মীদের বিরুদ্ধে চাদাবাজী ও দোকান ভাংচুরের অভিযোগ, আহত ৫

চৌমুহনী আওয়ামীলীগে নেতা ভিপি জাহাঙ্গীর সহ ৪ জনের বিরুদ্ধে দোকান ভাংচুর ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এতে আহত হয় গোপালপুর ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক আবুল হোসেন সোহাগ সহ ৫ জন। বুধবার সন্ধ্যায় পৌর বিপনী বিতানের রোকেয়া ফ্যাশনে এই ঘটনা ঘটে। এই ঘটনার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সূত্রে জানা গেছে, গত ২ই ফেব্রুয়ারী সন্ধায় আওয়ামীলীগ কর্মীরা রোকেয়া ফ্যাশনে চাদা দাবী করে।

চাদা দিতে অস্বীকার করায় হুমকি ধামকি দিতে থাকে। এরই সূত্র ধরে পরের দিন ৩ ফেব্রুয়ারী ভিপি জাহাঙ্গীরের নেতৃত্বে ইওয়ামীলীগ কর্মীরা রোকেয়া ফ্যাশনে ভাংচুর ও লুটপাট করে। তাদের প্রতিহত করতে গেলে সাধারন সম্পাদক সোহাগ সহ ৫ জন আহত হয়। এই ঘটনায় গত ৫ই ফেব্রুয়ারী চৌমুহনী জাতীয়তাবাদী ব্যবসায়ী সমিতির স্থানীয় বাজারে প্রতিবাদ সমাবেশের আয়জন করে। এই সমাবেশের মাধ্যমে তারা আওয়ামীলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর