দেবর-ভাবির সমঝোতা হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের আপাতত একটা সমাধান হয়েছে। দলের চেয়ারম্যান হিসেবে এইচ এম এরশাদের ভাই জি এম কাদের এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদ থাকবেন বলে সমঝোতা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব এসব কথা বলেন।

রাঙ্গা বলেছেন, ‘দল এখন ঐক্যবদ্ধ। কোথাও কোনো বিভক্তি নেই। এখন থেকে জাতীয় পার্টির আর বড় ধরনের কোনো সমস্যা হবে না।’

দলের বিরোধ নিয়ে রাঙ্গা বলেন, আমি কোন পক্ষের না, জাতীয় পার্টির। তাই সমাধানের চেষ্টা করেছি। এখন থেকে আর এধরনের বড় সমস্যার সৃষ্টি হবে না।

রাঙ্গা আরো বলেন, নেতা-কর্মীদের আরও সহনশীল হতে হবে। দল ভেঙ্গে গেলে দেশের মানুষ বিএনপির মতই জাতীয় পার্টিকে ভুলে যেত।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর