খুলনার ভোট কেন্দ্রগুলো ফাঁকা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। । তবে ভোটগ্রহণ কার্যক্রম সকাল ৮টা বাজে শুরু হলেও ভোটার কেন্দ্রগুলো একদম ফাঁকা। এখনো কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। তবে খুলনায় ভোটকেন্দ্র গুলোতে নেই কোনো ভোটার।

রবিবার (৩১ মার্চ) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারের অপেক্ষা খুলনার কেন্দ্রগুলো।

জানা গেছে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারের অপেক্ষায় রয়েছে কেনন্দ্রগুলো। বেশি ভাগ কেন্দ্রই ভোটার শুন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক কেন্দ্রই ফাঁকা দেখা গেছে। তবে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা ভোট গ্রহণ কর্মকর্তাদের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর