শেরপুরে বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র আওতায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ইএসডিপি) ১ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ইএসডিপি আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার তরুণদের নিয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে।

সেজন্য বিনিয়োগের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। ইএসডিপি প্রকল্পের জেলা সমন্বয়ক ও প্রশিক্ষক নাসিমুল শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ২৫ জন তরুণ উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর