এ বছরে হচ্ছে না বিপিএল

এ বছর আর বিপিএল হবে না। এক বছরে দুইবার বিপিএল আয়োজন করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, বিপিএল আমার তৈরি। বিপিএলের বাইলজ অনুযায়ী এক বছরে দুবার বিপিএল অসম্ভব। সে হিসেবে এবছর বিপিএল হওয়ার কোন সুযোগ নেই।

এদিকে এরই মধ্যে দিন, তারিখও চূড়ান্ত করে ফেলেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এর আগে, বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৮ সালের ডিসেম্বরে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আসরটি পিছিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে আয়োজন করা হয়। আর সপ্তম আসরটি একই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এছাড়া আসন্ন বিপিএলকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিদের সাথে বৈঠকে বসে তাদের সাথে নতুন চুক্তি করার সিদ্ধান্তও নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন দুইটা দলের ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দেয় তারা। আসরের তারিখ নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর