তালায় ডেঙ্গু ও প্যানক্রোইসিস রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

ডেঙ্গু ও প্যানক্রোইসিস রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলার তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১১টায় ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সে তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে। তানভীর সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দু’বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।
প্রতিবেশিরা জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্যানক্রোইসিস রোগে ভুগছিলেন।

গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করে। অপারেশনের এক দিন পার হতে না হতেই তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। অবশেষে ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগের চিকিৎসা চলাকালিন তিনি মারা যান।

মঙ্গলবার সকালে তার মরদেহ তালাস্থ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর