সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে আবুল কালাম (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের ঝিঙ্গারভিটা উচ্চগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মৃত মাজম আলী চৌকিদারের ছেলে আবুল কালাম সোমবার রাতে বাইরে যান। ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির দিয়ে এলোপাথারী আঘাতের চিহ্ন ও গলা কাটা ছিলো।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামীকে কে বা কারা মোবাইলে ডেকে নেয়। তবে স্থানীয়দের অভিযোগ, নিহতের স্ত্রী আনোয়ারা বেগম কিছুদিন আগে জামালপুরে নতুন স্থাপিত ইপিজেড এলাকায় মোটা অঙ্কের জমি বিক্রি করেন। সে টাকা তার নিজের কাছে জমা রাখায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এদিকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি খোয়া যাওয়ায় তার স্ত্রী লাশের কাছে সেটি খোঁজাখুজি করলে সন্দেহের সৃষ্টি হয়।
মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, নিহত ব্যক্তির একটি হাত বিকলাঙ্ক ছিলো। তিনি এক সময় ঢাকায় ট্রাকের ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতেই থাকতেন। এ হত্যাকা-ের পিছনে বড় ধরণের ঘটনা থাকতে পারে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর