বদলগাছীতে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

নওগাঁর বদলগাছীতে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবকদের সম্পৃক্তকরন প্রকল্পের উদ্দ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা ব্রাকের আয়োজনে উপজেলা পরিষদ ভবনে কৃষি কর্মকর্তা হাসান আলীর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান খালেদা আক্তার।

অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, ব্রাকের রাজশাহী আ লিক ব্যবস্থাপক ইলিয়াস সরকার, নওগাঁ জেলার সিনিয়র ব্যবস্থাপক স্বপন কুমার মিস্ত্রীসহ অন্যান্যরা।

এসময় শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবকদের নিয়ে সামাজিক ও পারিবারিক ভাবে সম্পৃক্তকরন বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর