বিশ্বকাপে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। পাপুয়া নিউগিনিকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ নারী দল। দল। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার বৃষ্টি আইনে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৬ রানে জয় পায় বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।

স্কটল্যান্ডের ডান্ডিতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাপুয়া নিউগিনি। ব্যাট হাতে নেমে ১৬ দশমিক ৩ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৬ দশমিক ৩ ওভার পরই বৃষ্টি নামনে সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান করেন ফাহিমা খাতুন। সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১৮ বলে ৫টি চারে নিজের অনবদ্য ইনিংসটি সাজান ফাহিমা। এছাড়া সানজিদা ইসলাম ১৯ ও ফারজানা হক ১১ রান করেন। পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ১০ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশ ইনিংস শেষে বৃষ্টি অব্যাহত থাকলে জয়ের জন্য ৮ ওভারে ৫৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা পায় পাপুয়া নিউগিনি। পুরো ৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৫২ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন তানিয়া রুমা । বাংলাদেশের নাহিদা আক্তার ১০ রানে ৩টি ও রিতু মনি ৯ রানে ২টি উইকেট নেন।

 

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর