হাল ছাড়তে নারাজ থেরেসা মে!

ব্রেক্সিট বিল নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রস্তাবিত বিচ্ছেদ সমঝোতা প্রস্তাব চতুর্থ বার পার্লামেন্টে পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী সপ্তাহে এই বিল পেশ করা হতে পারে।

যদিও থেরেসা মে-র এই উদ্যোগের সাফল্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষত বুধবার তো তিনি এমনও বলেছিলেন তাঁর প্রস্তাব পাশ করিয়ে দিলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

এমন অবস্থায় অনেকেই মনে করছেন, এ বারও বিল খারিজ হয়ে গেলে সাধারণ নির্বাচন ঘোষণা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না থেরেসা মে-র কাছে। কারণ, পার্লামেন্ট এবং সরকার যে তাঁর নিয়ন্ত্রণে নেই তা প্রমাণ হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন নেতৃত্ব এনে ব্রেক্সিটের ভার তাঁদের হাতে তুলে দেওয়াই বিচক্ষণের মতো কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবটাই নির্ভর করছে আগামী সপ্তাহের ভোটাভুটির উপর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর