সাতক্ষীরায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৩

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রামের মেসার্স ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার উপর থেকে গরু বহনকারী স্থানীয় ভাবে তৈরিকৃত ইঞ্জিন চালিত আলম সাধু ভ্যান সহ উক্ত গাঁজাসহ তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, কলারোয়া উপজেলার কেড়াগাছি তারা বাড়ি গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫), সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের মোঃ মিঠু হোসেন (২৪) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া শান্তিনগর গ্রামের মৃত আবুল হোসেন মোঃ শওকত আলী (৬০)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমীর তত্বাবধানে এস.আই (নিঃ) রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এস.আই (নিঃ) মিজানুর রহমান এ.এস.আই (নিঃ) বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই (নিঃ) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ ১৪ কেজি গাঁজাসহ মোঃ মিজানুর রহমান , মোঃ মিঠু হোসেন (ড্রাইভার) ও মোঃ শওকত আলীকে সদর উপজেলার বেতলা গ্রামস্থ মেসার্স লস্কর ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর হতে গরু বহনকারী ইঞ্জিন চালিত আলম সাধু ভ্যানটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে আটক করে ডিবি পুলিশ।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর