চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ

রোববার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে মারামারিতে জড়িয়েছে যুবদলের দুই পক্ষ। চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ের চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ফলে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, সমাবেশস্থলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এজন্য অনুষ্ঠান কিছুক্ষণ বন্ধ ছিলো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের পাশাপাশি সকালে দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করে নগর বিএনপি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর