শুরুতেই বড় থাক্কা কলকাতার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরের ১০ম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি দিল্লি কেপিটাল।

শুরুতেই বড় দুই টপ অর্ডারকে হারিয়ে বেশ চাপে পড়লো কলকাতা! ৫.৬ ওভারে দলীয় ৩৬ রানে নিখিল নাইক,নিতিশ রানা (১), রবিন উথাপ্পা এবং সহ ক্রিস লিনকে (১৮ বলে ২০ রান) হারায় টানা জয় পাওয়া দলটি। এখন ক্রিজে আছে শুভমান গিল(০) ও অধিনায়ক দিনেশ কার্তিক (০) ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কলকাতার রান ৭ ওভারে ৪৪ রানে ৪ উইকেট।

শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লির অধিনায়ক স্রেয়াশ আয়ার। টস হেরে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের চলমান আসরে দুর্দান্ত খেলছেন শাহরুখ খানের দলটি। এবারের আসরের শনিবারের আগে দুই ম্যাচ খেলে কালকাতা। দুই ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টানা জয় পায় কলকাতা। তৃতীয় জয়ের লক্ষ্যে ব্যাট করছে কলকাতার দলটি।

অন্যদিকে দিল্লি কেপিটাল নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭ রানে জয় লাভ করে। তবে দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায়। আজ তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া দিল্লি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর