দুঃখ প্রকাশ নয়, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি ববি শিক্ষার্থীদের

অসৌজন্যমূলক বক্তব্যের জন্য উপাচার্যের দুঃখ প্রকাশ করার পরও নিজেদের কর্মসূচি অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুঃখ প্রকাশ নয়, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি তাদের।

চতুর্থ দিনে, শনিবার (৩০ মার্চ) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের কটূক্তি করেন অধ্যাপক ড. এস এম ইমামুল হক।

এরই প্রতিবাদে, গত ২৭ মার্চ থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরমধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা উপেক্ষা করেই কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। গতরাতে দুঃখ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমানুল হকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর