অভিনেত্রী নাদিয়া আহমেদ এর শুভ জন্মদিন

বাংলাদেশী টিভি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের জন্মদিন আজ।
১৯৮৬ সালে বিটিভি শিশু অনুষ্ঠান শিশুমেলা দিয়ে তার টিভির অভিষেক ঘটে।

তার পর থেকে একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন দর্শকদের এবং মন কেরে নিয়েছেন তাদের।
জন্মদিন উপলক্ষ্যে এরই মধ্যে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রীর ফেসবুক ওয়ালে ভেসে উঠেছে ভক্ত ও বন্ধুদের শুভেচ্ছা বার্তা

তার উল্লেখযোগ্য কিছু কাজ হলোঃ
বড় রকমের মানুষ,দূরের মানুষ,
নীল রঙের গল্প,চার কন্যা,অবশেষে কাছে এসে, নীল মেঘ কুয়াশা আর ভালবাসা,একটি বাবুই পাখির বাসা,পাগলা হাওয়ার দিন,
ওরা বখাটে,মেঘের পরে মেঘ জমেছে,আয়না ঘর,অল্প স্বল্প গল্প,বৃষ্টিদের বাড়ি, বাবুই পাখির বাসা,চাইল্ডহুড লাভ, রবিনহুড আসে নাই তাই,ব্লাইন্ডনেস,স্বাস্থ্যই সকল সুখের মূল,তার কপালে দুঃখ আছে,
অবশেষ অবসান,তোমায় হৃদ মাঝারে রাখবো,

অভিনয়ের পাশপাশি এখন অভিনয় শিল্পী সংঘের কার্য নির্বাহী সদস্য হয়েছেন নাদিয়া আহমেদ।
নাদিয়া আহমেদ ৩৬৩ ভোট পেয়ে তিনি এ পদে নির্বাচিত হন।

নাদিয়া নিজের কাজের পাশাপাশি তার ওপর শিল্পীদের অর্পিত দায়িত্বও সঠিকভাবে পালন করে যাচ্ছেন। এরইমধ্যে নিজের উদ্যোগে বেশ কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর