আশাশুনিতে মোবাইল কোর্ট এক ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শালখালী বাজারে এ কোর্ট পরিচালনা করা হয়।

আশাশুনির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের নেতৃত্বে শোভনালী ইউনিয়নের শালখালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বাজারের মুদি ব্যবসায়ী মৃত সুবোল চন্দ্র মন্ডলের পুত্র কালিপদ মন্ডলের দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন এনার্জি ড্রিংকস, ফলের জুস, জিনসিন যৌন উত্তেজনা সৃষ্টিকারী অবৈধ ঔষুধ জব্দ করা হয়।

ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এইচআই (সেনেটারী ইন্সপেক্টরের সহযোগি) মোক্তারুজ্জামান স্বপন, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর