মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ অবদান ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি বের করে নিয়ে আসা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জবি শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করেন।

৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন,‘মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি হল রাষ্ট্র’ যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন।

তিনি আরো বলেন,গত ৪০ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ অবদান ছিল ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি বের করে নিয়ে আসা।

এ আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.দীপিকা রানী সরকারের সভাপতিত্বে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.নূর মোহাম্মদ এর সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া,অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও নীল দলের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া,প্রক্টর ও নীল দলের সাধারণ সম্পাদক ড.মোস্তফা কামাল।

এ আলোচনা সভায় ডিনগণ,বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর