সাভারে বিনামূল্যে মশার কয়েল বিতরন কর্মসূচীর উদ্বোধন

সম্প্রতি সাভারে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ট। যদিও সাভার পৌরসভার পক্ষ থেকে মশক নিধন কর্মসূচী জোরদার হয়েছে, তারপরও মশার কামড়ে দিশেহারা সাভারবাসী। এর প্রেক্ষিতে সাভার মিডিয়া ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হলো শনিবার (৩০ মার্চ)। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম এই কর্মসূচীর উদ্ধোধন করেন।

সাভার মিডিয়া ক্লাবের পক্ষ ১০ হাজার ব্যক্তির মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরনকালে এসময় আরও উপস্থিত ছিলেন সদ্য এসপি হিসেবে পদোন্নতি প্রাপ্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মাদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানিগঞ্জ) রোমানন্দ সরকার, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ, আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু প্রমুখ সহ সাভার মিডিয়া ক্লাবের সকল সদস্যগণ।

অনুষ্ঠানটি সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান এর সভাপতিত্বে সম্পন্ন হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর