কোম্পানীগঞ্জে হাসপাতাল ও ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠান তিনটি কে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কোম্পানীগঞ্জ মডার্ন হাসপাতাল, বসুরহাট ন্যাশনাল হাসপাতাল ও নিহা ফার্মেসী। এসময় হাসপাতাল দুটিকে ডাক্তার ও নার্স স্বল্পতার কারনে তিন হাজার
টাকা করে জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স নবায়ন না করা ও ফার্মাসিস্ট না থাকায় নিহা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ মুঠোফোনে বার্তা বাজারকে জানান, অনিয়মের কারনে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ০৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর