মোদির ইংরেজি নিয়ে ট্রাম্পের ঠাট্টা, ভিডিও ভাইরাল

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠাট্টার কবলে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে ভাষা নিয়ে সৃষ্টি হয় এক হাস্যরসের।

বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশ নিয়ে গঠিত সংস্থা- দ্য গ্রুপ সেভেনের (জি-৭) সামিটের মঞ্চে এই ঘটনা ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঞ্চেই দীর্ঘ সময় ধরে কথা বলেন মোদি ও ট্রাম্প। কাশ্মীর ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি হালকা মেজাজে তারা ধরা দেন সাংবাদিকদের সামনে।

দুজন তখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। হঠাৎ সামনে থাকা সাংবাদিকদের উদ্দেশে মোদি হিন্দিতে বলেন, ‘আমার মনে হয়, এখন আমাদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। বলার মতো কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সবাইকে সে ব্যাপারে অবগত করা হবে।’

ট্রাম্পও কথা না বলে থাকার পাত্র নন। মোদিকে দেখিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি আসলে খুব ভালো ইংরেজি বলেন, শুধু এখন বলতে চান না, এই-ই যা!’

এই রসিকতা করে সঙ্গে সঙ্গে মোদির হাত ধরেন ট্রাম্প। তাতে সাড়া দিয়ে ট্রাম্পের হাতে বেশ জোরেই একটা চাপড় দেন তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর