পুটখালী সীমান্তে স্থানীয় জনগণের সাথে বিজিবির মতবিনিময় সভা

যশোর বেনাপোল পুটখালী অস্ত্র,মাদক ও মানব পাচার প্রতিরোধে সীমান্ত ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সাথে ২১ বিজিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷(সোমবার ২৬শে আগস্ট)বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প প্রাঙ্গনে এ সভা আয়োজন করা হয়।উক্ত সভায় চোরাচালানকৃত পন্য সমগ্রী আটকের বিবরণ দেওয়া হয় যাহা পহেলা জানুয়ারী ২০১৯ থেকে জুন ২০১৯ পর্যন্ত।বিভিন্ন ধরনের চোরাচালানকৃত পন্য ৪২,০৫৭,২০,৩৭৫/-, স্বর্ণ ২৩.৬৭২ কেজি,ফেন্সিডিল ২,০০,৩৯১ বোতল,মদ ৪৪,০০৩ বোতল,গাঁজা ৪২৬৮.৪৪৪ কেজি,হেরোইন ৫.৪২৮ কেজি,নেশাজাতীয় ট্যাবলেট ৩,৪৯,০১৩ পিচ,ইয়াবা ট্যাবলেট ৫৫,৬০,৯৮৬ পিস এছাড়াও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটক ১৪৮৮ জন।

খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবি এ সভার আয়োজন করে।খুলনা বিজিবি সদর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃআরশাদুজ্জামান খান, বিজিবির খুলনা ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃকর্ণেল ইমরান উল্লাহ সরকার,উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এ সময় বক্তব্য রাখেন এবং একি সাথে পাঁচভূলাট সীমান্তে চোরাচালানীদের ছোড়া বোমায় নিহত হাবিলদার আকমল হোসেনের জন্য সবাই এক মিনিট নিরবতা পালন করেন।ভবিষ্যৎ যাতে এমন অপ্রিতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন। চোরাচালান রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের জন্য জোর আহবান জানান৷

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর