আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত

ঢাকার সাভারে শিল্পাঞ্চল আশুলিয়ায় এক সড়ক দূর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৩০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড গণকবাড়ী এলাকায় বাসের চাপায় তার মৃত্যু হয়।

নিহত মঞ্জরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বাসিন্দা এবং তিনি আশুলিয়ায় ‘গ্রুপ ফোর’ নামে একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বলে জানা গেছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত মঞ্জুরুল আজ সকালে পায়ে হেঁটে মহাসড়ক ধরে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ডিইপিজেড এলাকায় পৌঁছলে পথিমধ্যে উত্তরবঙ্গগামী একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ।

তবে এ ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে এবং তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের লোকদের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর