ময়মনসিংহে ডেঙ্গুতে পাঁচ মাস বয়সি জারিফের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত পাঁচ মাস বয়সি শিশু জারিফ শনিবার সকালে মারা গেছে। এখন পর্যন্ত মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫জন।

হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান, শনিবার ভোর ৫ টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় এবং সকালে তার মৃত্যু হয়।

জারিফ ময়মনসিংহ শহরের শিকারিকান্দা এলাকার বাসিন্দা আরিফ মিয়ার শিশুপুত্রে। এ নিয়ে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫জন। এদের মধ্য কিশোরগঞ্জের ২ জন, নেত্রকোনার ২জন ও ময়মনসিংহের ১জন।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ১৬জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১০জন ডেঙ্গুরোগী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর