শেরপুরে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার শেরপুরের ইটালী গ্রামে কীটনাশক খেয়ে গত শুক্রবার রাতে শিল্পী খাতুন (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মোকলেছের স্ত্রী দুই সন্তানের জননী শিল্পী খাতুন বেশকিছু দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে গত ১৭ আগস্ট দুপুরে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে অসুস্থ্য অবস্থায় তাকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ২ দিন চিকিৎসা শেষে গত ২০ আগস্ট তার পিতার বাড়ি কুসুম্বি ইউনিয়নের বাগড়া বস্তিপাড়া গ্রামে যায়। গত ২১ আগস্ট হঠাৎ সে আবারো অসুস্থ্য হয়ে পড়ে। ওই অবস্থায় শিল্পী খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর ৫টার দিকে সে মারা যায়। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর