মালয়েশিয়ায় ৯৯ জাল পাসপোর্ট সহ বাংলাদেশী গ্রেফতার

​মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাংসাপুরির নাগাছড়ির একটি ঘর থেকে ৯৯ টি জাল পাসপোর্ট এবং মালয় ৫৩ হাজার রিংগিত সহ এক বাংলাদেশীকে আটক করেছে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ। তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্ৰেশন পুলিশ।

গত ২৩ আগষ্ট স্থানীয় সময় রাত সাড়ে বারোটার সময় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশের ৯০, ইন্দোনেশিয়ার 8 এবং ইন্ডিয়ার একটি জাল পাসপোর্ট সহ সিআইডিবি কার্ড ১১, আইকাড ৬, মোবাইল ফোন ৬, ল্যাপটপ ১, পাসপোর্ট তৈরির মেশিন ১ সহ বিভিন্ন সামগ্রী।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, এই চক্রটি দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ, ইন্ডিয়া ও ইন্দোনেশিয়া নাগরিকদের কাছে জাল পাসপোর্ট,ভিসা, আই কার্ড বিক্রয় সহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িত ছিল বলে জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর