বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ায় শ্রী কৃষ্ণের জন্মষ্ঠমী উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় শ্রী কৃষ্ণের জন্মষ্ঠমী উপলক্ষ্যে পৃথক দুটি ‘জন্মষ্ঠমী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলারোয়া পূজা উদযাপন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পৌরসভাধীন তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধন করেন, কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী।

এর আগে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভসূচনার পর অনুষ্ঠানে ভক্তিগীতি ও ভজন কীতর্ন পরিবেশন করেন মুরারীকাটির হরিবাসর সম্প্রদায়ের মাস্টার উত্তম পাল। ভাগবত আলোচনা করেন কপিলমুনির ভক্তিমতি তাপসী দেবীদাসী।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার পালের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সাতক্ষীরা ডে-নাইট কলেজের উপাধ্যক্ষ মায়নুল হাসান, নামাচায্য ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রামলাল দত্ত, আনন্দ ঘোষ, রবীন ঘোষ, দিলিপ অধিকারী চান্দু, কাত্তির্ক মন্ডল, সুনিল সাহা, হরেন্দ্রনাথ রায়, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, রনজিৎ ঘোষ, উজ্জল দাশ, রবীন্দ্রনাথ ঘোষ মনু, পরিতোষ ঘোষ সোনা, সন্তোষ সরদার, রামপ্রসাদ দাস, জয় দাস, মধুসূদন ঘোষ, গোপাল ঘোষ বাবু, আদিত্য বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অপরদিকে শুক্রবার সকালে কলারোয়া সনাতন ধর্ম স্বেচাছাসেবক পরিষদ, শ্রীকৃষ্ণ দাস সম্প্রাদায়, জয় মাহাপ্রভু সেবক সংঘ, সনাতন ক্রীড়া সংঘ, গীতা পরিষদ, যুব কমিটি, সোনাবাড়ীয়া শ্যামসুন্দর মন্দির কমিটি ও উত্তর মুরারীকাটি পালপাড়া দুর্গামন্ডপ কমিটির উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এতে সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর মুরারীকাটি পালপাড়া দুর্গামন্ডপ প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উৎসব উদযাপনের আহবায়ক কমিটির-উপজেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি শ্রী গোষ্ঠ চন্দ্র পাল, উপজেলা সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক শ্রী নরেন্দ্র নাথ ঘোষ, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ পাল, জয় মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক শ্রী অসিত ঘোষ, যুগ্ম আহবায়ক শ্রী সুনীল দাস, সদস্য সচিব শ্রী অসীম কুমার দাস, যুগ্ম সদস্য সচিব শ্রী অমিত ঘোষ, শ্রী জগবন্ধু নন্দী, কোষাধ্যক্ষ শ্রী লক্ষণ চন্দ্র বিশ্বাস, শ্রী উদয় কুমার মন্ডল, মাস্টার গোবিন্দ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মধ্যে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা পাঠের আয়োজন করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর