ভারত-পাকিস্তান সংঘর্ষে নিহত বাঙ্গালি জওয়ান

ফের কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষ। পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনার একজন বাঙ্গালি জওয়ান নিহত হয়েছেন। নিহত জওয়ানের নাম নায়েক রাজীব থাপা।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা ছিলেন এই রাজীব থাপা। পরিবারে তাঁর স্ত্রী রয়েছেন। ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিয়েছে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের রাজৌরি জেলার নৌশেরায় শুক্রবার সকালে এই সংঘর্ষ হয়।

ভারতের দাবি কোনোরকম উস্কানি ছাড়াই পাকিস্তানি সেনারা গুলি চালায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, একজন সাহসী সৈনিক ছিলেন রাজীব। দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পিছপা হতেন না। এবং সেটা করতে গিয়ে দেশমাতৃকার সেবায় তিনি শহিদ হয়েছেন।

বিনা প্ররোচনায় পাকিস্তানের এই আচরণের প্রতিবাদে সীমান্তে পাক সেনার পোস্ট গুঁড়িয়ে দিয়েছে ভারত। বেশ কয়েকজন পাকিস্তানি সেনা আহত হয়েছে বলেও জানা গিয়েছে।

শুক্রবার সকাল থেকেই ফায়ারিং শুরু করে পাকিস্তান। ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে গত ১৭ তারিখ ল্যান্সনায়েক সন্দীপ থাপা পাকিস্তানি সেনার গুলিতে নিহত হন।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর