সাভারে ডিএনসি’র অভিযানে মাদকসহ আটক ১০

ঢাকার সাভারে ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলার অভিযানে মাদকদ্রব্য ও গাজা গাছ সহ ১০ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সাভার উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

এব্যাপারে ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলার সহকারী পরিচালক সুব্রত শুভ জানান, আজ (২২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক সাভার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০ পুরিয়া (৮ গ্রাম) হেরোইন, ২৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাজা ও ৩টি বড় গাজা গাছসহ মোট ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটক ১০ জনের ভিতরে ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের এবং অপর ৮ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন বলেও জানান ডিএনসি’র এই সহকারী পরিচালক।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর