টেস্ট বিশ্বকাপ খেলতে নেমে কাঁপছে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের বিশ্বকাপ খ্যাত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নেমে কাঁপছে ভারত। টস হেরে ব্যাটিং করতে নেমে ২৫ রান না করতেই ভারত হারিয়ে ফেলে কোহলিসহ তিন ব্যাটসম্যানকে। দলের বিপদ থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন লোকেশ রাহুল।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার রাতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়। টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

ব্যাটিং করতে নেমেই উইন্ডিজ পেস বোলিং তোপে মাত্র পাঁচ রানের মাথায় ভারত হারায় ওপেনিংয়ে নামা মৈনাক আগারওয়ালের উইকেট।

কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলদের বোলিং তোপে পড়ে আগাওয়ালের পথ অনুসরণ করেন চেতশ্বর পূজারা ও বিরাট কোহলি। এই তিনজনের কেউই দেখেননি দুই অঙ্কের মুখ। আগারওয়াল ৫, পূজারা ২ ও কোহলি আউট হন মাত্র ৯ রান করে।

কেমার রোচ দুটি ও একটি উইকেট নেন শ্যান গ্যাব্রিয়েল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাহানেকে (১৬) সঙ্গে নিয়ে ব্যাটিং ধস কাটিয়ে ওঠার চেষ্টা করছেন রাহুল (৩৮)।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর