এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংশ ও ডেঙ্গু প্রতিরোধে জারিগান ও পথ নাটক

সাতক্ষীরায় এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংশ ও ডেঙ্গু প্রতিরোধে জারিগান ও পথ নাটক প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষাথীরা ও অভিভাবকদের নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি ও ফ্রেন্ডস ডায়ামেটিক ক্লাব।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটনি জেনারেল এড. সাইফুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মাশফিকুর রহমান মিল্টন, জেলা তথ্য অফিসার মোজাম্মল হক, শিক্ষক মঞ্জুরুল হক, কষ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, আব্দুর রহমান প্রমুখ। এছাড়া বিকাল ৫টায় সাতক্ষীরা কেদ্রীয় বাস টার্মিনাল এবং নিউ মার্কেট মোড়ে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংশ ও ডেঙ্গু প্রতিরোধ জারিগান ও পথ নাটক প্রদর্শন করা হয়।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর